সাইকিক তমিজউদ্দিন সাহেবের সাথে
একবার একজন লোকের দেখা হয়েছিল
সন্ধ্যায়
অন্ধকারে মুখ চেনা যায় না এমন
লোকটি বলেছিল, হে আধ্যাত্ম বিশারদ, জানেন কি আপনি ছুরির কাছে যেমন ধার, তেমনি শরীরের কাছে আত্মা। যখন ছুরি থাকবে না ধার কি থাকবে? তাহলে শরীর না থাকলে আত্মা কীভাবে থাকে হে?
তমিজউদ্দিন চুরুটে টান দিয়ে ভ্রু কুঁচকে রইলেন কিছুক্ষণ
অন্ধকার নেমে আসছে
বইছে হালকা বাতাস
তমিউজদ্দিন উত্তর না দিয়ে চুরুট টানতে টানতে চলে যেতে লাগলেন লোকটাকে ফেলে
লোকটা পিছনে দাঁড়িয়ে বলল, পারলেন না তো উত্তর দিতে?
দাঁড়িয়ে, মাথা ঘোরালেন তমিউজদ্দিন
চুরুট মুখ থেকে বের করে বললেন
আপনি ফা চেন না? পঞ্চম শতকের চৈনিক দার্শনিক?
লোকটি বাতাসে মিলিয়ে গেল
সেই ভর সন্ধ্যাবেলায়
২৫ জুলাই, ২০২০