কোন এক রাতে

চোরাই গলিপথ ধরে হেঁটে যায়

কালো হ্যাট, আলখেল্লা

খট খট খট বুটের আওয়াজ

অন্ধকারে অন্ধকার কালো রিভলবার

এগিয়ে চলে

শহরের মানচিত্রের একটি অংশের উপর দিয়ে

তোমার নিঃসঙ্গতাকে গোলাপের পাঁপড়ির মত ফেলে রেখে পকেটে

উঁচু বাড়ির ছাদ ঘেঁষে বেদনার গন্ধ

কাঠের সিঁড়ি, ইস্পাত রঙ

যন্ত্রণার তাঁবু ডিঙ্গিয়ে

এগিয়ে চলে

খট খট খট বুটের আওয়াজ

কায়াহীন পায়ের ভেতর থেকে

নীলবর্ণ আলো

উঁকি দেয়

তোমার নিস্তব্দতাকে

গোলাপের পাঁপড়ির মত পকেটে ফেলে

যেগুলি পকেটে প্রাচীরবেস্টনীসমেত বিদ্যমান নগরে

অগ্নিসায়র হতে

বারুদে আগুনে

জ্বালিয়ে দিচ্ছে অষ্ট ধাতুর মুদ্রা, বস্তুপিণ্ড ও বরফ

শেয়ার