চিত্রশিল্পী (গান)

এই শহর

মৃত্যুর আলিঙ্গনে

এইখানে

কত শত ফুল ফুটে ঝরে যায় রাতে

নিঃশব্দে

নিঃশব্দে

কেউ তার রাখে না খবর

এই তন্দ্রাচ্ছন্ন অন্ধকার অলিতে গলিতে

কত রাজহাঁস

মুখ ফিরিয়ে নিয়ে ফিরে যায় দিগন্তে

দিগন্তে

তাদের সেই যাত্রার দিকে দেখে দেখে আমি

একা এই

তুমিহীন মৃত শহরের বুকে রঙ তুলি নিয়ে এক বিষণ্ণ ক্যানভাসে

একে যাই রৌদ্র বিকশিত নগরের ছবি

যেই নগরে, রাস্তায় কত শত মুখ

ফুল হয়ে ফুটে রয়, হাসে আর গান গায়

শত শত খরগোশ, আর উড়ন্ত পাখালির দল

লাফিয়ে, উড়ে উড়ে নেচে যায়

নেচে যায়

নবমেঘভার শুনিয়ে যায়

নগরসংকীর্তন

মেঘেদের দেশ থেকে ভেসে আসে ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার

দমকা বাতাস

নিয়ে যায় আমাদের

এক বিজয় যাত্রাপথে

তোমাকে জয়ের আমার এই চিত্রকল্প

এই শহরের মৃতসঞ্জীবনী

নভে ৮, ২০২৩

শেয়ার