দ্য হোটেল

আমার ঘরখানা এক খাঁচার মত
শিকের ফাঁক দিয়া হাত বাড়াইয়া থাকে সূর্য।
কিন্তু আমি, আমি খাইতে চাই সিগারেট,
কুণ্ডলী পাকাইয়া ধোঁয়া ছাড়তে চাই বাতাসে;
সিগারেট ধরাই
দিনের আগুনে
আমি কাজ করতে চাই না —
আমি সিগারেট খাইতে চাই।

কবিঃ Guillaume Apollinaire
ইংরাজি অনুবাদঃ Marilyn McCabe

শেয়ার