ঘুমাইয়া ছিলাম আমি
জানি নে কতদিন
হয়ত হাজার বছর মাস
এমন গভীর ঘুম
কফিনের ভিতরে, নিয়তির অভিশাপ
উইঠা মনে হইল যে
শুকাইছে গলা
বহুদিনের পিপাসার্ত জীবন
শরীরে ব্যথা, ভিতরে ক্ষুধা
পর্বত চূড়ায় পান করে আরেক দুনিয়ার দ্রাক্ষারস
সেই মদিরা প্রভাবে ঘুমাইছিল রিপ
ভ্যান উইঙ্কল পরিবারের সন্তান
তারো হয়ত উইঠা লাগছিল এমন
আমার ভেতরে রক্তের ক্ষুধা
আমি বাইর হই গুম্ফা থেকে
অভিশপ্ত কফিন ভেঙ্গে
শহর বদলে গেছে
পথে পথে মানুষ নাই
মানুষের গন্ধ নাই
রোবট রোবট
ও মানুষ! ও লুসিফার!
আমি রক্ত কোথায় পাই?
#থ্রিলার কবিতা