শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি আমাদের হাড়ে হাড়ে

নিজেদের একমাত্র গোস্পদ আধারে

গ্রন্থ কাটা পোকার মতো

নৃত্য করে যায়।

শিলাবৃষ্টি আমাদের ঘটাকাশে

ফিরে ফিরে আসে

বহু মস্তকী হাইড্রার মতো

ভয় দেখিয়ে যায়।

শিলাবৃষ্টি আমাদের চারুনেত্রা খরগোশের গায়ে

শিলাবৃষ্টি আমাদের বন, জঙ্গলে, হাতে-পায়ে

ছড়িভঙ্গ হা হুতাশের মতো

ভেঙ্গে দিয়ে যায়।

রয়ে যায় আমাদের অনেক কাজ

হিরালেরা সব ভাওতাবাজ।

৭ এপ্রিল, ২০১৬

শেয়ার