সমাজ বিশ্লেষণ

মগদের বামুনেরা

বলতো এদেশের মানুষ পক্ষীজাতীয়

হেথায় পক্ষী জাতীয় মানুষের বাস

পাখি ও মানুষ খুবই কাছাকাছি

পাখাময় পাখালিময় সমাজ গভীরে বর্তমান

এই লোকসমাজ, লোকে লোকারণ্য পথ ঘাট জনপদ

পাদানীতে পা দিয়ে চলন্ত মানুষ বাস

খুবই পক্ষীজাতীয়, আমার এখনো মনে হয়

খুব সম্ভবত রাতকালে, নিশাকালে এহেন মানুষগুলি

পুরাতন মাটির গন্ধে, পূর্বপুরুষের রয়ে যাওয়া বায়ু প্রভাবে

পাখি হয়ে যায়

টুকরে টুকরে ফল খায়, ঘাস খায়, খায় শস্যদানা

গায় গায় নানা সুরে

পরাবাস্তব পাখিদের গানা।

২৩ নভেম্বর, ২০১৭

শেয়ার