স্যাক্রিফাইস

বন্ধুগণ, শুনুন মন দিয়ে
আমি ত্রিগণনার মাধ্যমে জানতে পেরেছি
কালই সেই দিন
কাল বিকেলে যখন সূর্য মধ্যাকাশ থেকে কেবলই সরতে থাকবে
তখন আমরা লোকটির পিছু নেব
লোকটি আসবে ধূষর ঝোলা কাঁধে, সে বংশীবাদক
আমরা তার পিছু নেব, কারণ আমাদের দিন শেষ হয়েছে
এমনি লেখা আছে আমাদের প্রাচীন গ্রন্থে
দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ভবিষ্যত প্রজন্মকে দেবতার ক্রোধ থেকে বাঁচাতে
আমরা লোকটির পিছু পিছু অনেক দূর গিয়ে
সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব

আগামী দিনের জন্য আমাদের এই আত্মত্যাগ
কী বলেন বন্ধুগণ, সবাই একমত তো?
ইঁদুরেরা সমস্বরে চিৎকার করে ওঠে
তাদের সমর্থন জানায়
হেমিলন শহরবাসী মধ্যরাতে শুনে সেই অজস্র ইঁদুরের আস্ফালন।
তারা তখনো জানত না, দিনের আলোতে আসবে বংশীবাদক।

জুলাই ১৮, ২০১৮

শেয়ার