ইরাবতী ডলফিন

উদ্ভাসিত আরশিতে দেখা মুখ

জলটুঙ্গিকে ভ্রুকুটি করে ইরাবতীতে ডুবে যায়

কালো নগরের উপচ্ছায়া যেখানে হয়েছে লীন

সেখানে সবুজ, আরো অবুজ, বিপিন বিলাশে উড্ডীন

সেইখানে শুরু আমাদের, আমরা ইরাবতী ডলফিন

কপালিয়া কবিতিকা কিছু আর  সঙ্গী মানুষের উপবন

গন্ধর্বের মত জনান্তিকের কাছে করে যাই আবেদন

বুকের ভেতরে লালিত পুরনো সেই যোজনগন্ধা সমাধি

নিয়ত বিচ্ছুরিত হয় কত কিছু, কত ল্যাভেন্ধার সুগন্ধি

চোখে ও বুকের স্থানে স্থানে বেজে উঠে মন্দ্র মর্সিয়া ধারা

ভেসে যায় উড়ে দূরে কত যাদুর তানপুড়া

আমরা প্রাচীন ডুবুরী এই অলস সালতানাতে

মহাশঙ্খে ভরে তুলে আনি ভুলে যাওয়া সব রাত্রির ক্রন্দন

জারিত করে ইতিহাস ও মানুষের উপবন

শেয়ার