শবযাত্রা

প্রচন্ড বিভীষিকাময় রাত্রি এবং রাত্রি

শবদেহ নিয়ে গমনরত যাত্রীদল, লক্ষ্য তাদের বিশাল বিস্তৃত অসীম আকাশ

পথের মাঝে বৃষ্টিজল,ঝাপসা ধূষর,কাদামাটি পানি,পদদলিত বিবস্ত্র পৃথিবী

তরল অন্ধকার,গাঢ় আলকাতরার মত,কেরোসিন প্রদীপের গাঢ় কাল নিঃশ্বাস

যাত্রীদল, শোকের মাতম,স্তব্দ আকাশ লক্ষ্য তাদের

নগ্ন মৃতদেহ আর্তনাদ করে,অস্ফুট শব্দভাষায়

খাটিয়াতে শয়ান এই জন্মের দুঃখেরা সব,পরজন্মের প্রতীক্ষায়

মলিন শীতল চোখের জল বৃষ্টি হয়ে বৃষ্টি

মৃতের দেহে ঝরে পড়ে,মৃত সৃষ্টির বুকে বৃষ্টি

শবদেহ নিয়ে যাত্রীদল,গমনরত শঙ্কাহীন

লক্ষ্য তাদের অলীক পৃথিবী।

৭।১২।২০১০

শেয়ার