আত্মহননের চিন্তা
আমাদের অনেক খারাপ রাত পার করে দিতে হেল্প করে
এবং আমরা বেঁচেই থাকি
প্যারাডক্সিক্যাল এইরকম কথা নীৎসের
একটা লোক বলছিল সকালে ঘুম থেকে উঠে আপনে
হাত মুখ না ধুইয়া
একটা জ্যান্ত ব্যাঙ খাইয়া ফেলবেন
তাহলে দুঃখ থাকবে না
সেলফ-ডাউট থাকবে না
ইম্পোস্টার সিন্ড্রোম ফিল করবেন না
একটা চিরফুল মুড নিয়া থাকবেন
মৃত্যু কত কাছে আমাদের
ভাইরাসে টাইরাসে
ফ্রি ওয়েতে অল্প দূর দিয়া চলে যায় শা শা করে গাড়ি
উল্কাপিণ্ড নেমে আসতে পারে
নেশাগ্রস্থ সন্ত্রাসীর হাতের রিভলবারে বসা গুলির হৃদয়ে
ঘরের সিলিং এ, ঝুলে যাবার মত আংটায়
মৃত্যু কতো কাছে, নীৎসে
অনবরত অনেক মৃত্যুর ভিতরে
আমরা বসে থাকি
আমাদের সকল নিয়ে
মৃত্যুরই আশায়
২৭ জুলাই ২০২০