অনেক অনেক রেডিও স্টেশন থেকে ভেসে আসতেছে মিউজিক মিউজিক
একটি নটির ছেলে গান গাইতেছে কাদের কূলের বউ গো তুমি কাদের কূলের বউ
ক্রিপ্টোকারেন্সি ইজ ডিজিটাল মানি ইজ ফিউচার এমন কথাবার্তা আমরা দেখতেছি
একটা সিলি আলাপ করতেছে একজন, আপনে যে নৌকায় নাই সে নৌকা জিতলেই বা কী?
অনুরোধের আসরে বিয়ার খাইয়া উপস্থাপক বাজাইতেছে নিজের ইচ্ছায় গান
গুরুত্বপূর্ণ গ্রোসারি করার কথা থাকলেও আমি ঘুমাইয়া পড়তেছি দিনের বেলায়
গরম পড়তেছে অনেক আর সেভেন মাইল মায়ার্স হোম ডিপোতে আমি যে দুইটা এসি অর্ডার দিছিলাম
সেগুলা নাকি আমার মত একজন আইসা পিক করে নিয়া গেছে
যদিও আমি কস্মিনকালে সেখানে যাই নাই,
কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাইতেছে আমারই চেহারা আমারই পোষাক
সিল্ক রোড, মশলা ও ভেনিসের গল্প বাতাস নিয়া আসে
এক বাগানে বইসা গান গাইতেছিলেন কুবলাই খানের ছোট মেয়ে
বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে
গান শুনে দিশেহারা পর্যটক, ভেনিসের সন্তান
মার্কো পলো
দেশে ফেরার কালে যা যা নিয়া আসছিলেন তিনি তার মধ্যে ছিল এই চাইনিজ বউ
যখন পলো বন্দী হলেন, জেনোয়ার জেলে বসে লেখতেছিলেন তার অত্যাশ্চর্য জীবন কাহিনী
গৃহে তার স্ত্রী তখন বেদনাবিধুর, চাইনিজ মেয়ে, ভিন্নরকম তাই কেউ পছন্দ করে না
বলা হলো পলো মারা গেছে যুদ্ধে
চাইনিজ মেয়ে, গায়ে আগুন দিয়ে লাফিয়ে পড়ে গেল নিচের খালে
মার্কো পলোর বসত ভিটার কাছে
সেই খালের উপরে পলোর নামে ব্রীজ
এখনো অদ্ভুত বাতাস বয় সেখানে আর জলতরঙ্গ মিলেমিশে ফিরিয়ে নিয়ে আসে সেই চাইনিজ মেয়ের গান
সকল প্রকৃত প্রেম এইভাবে জলের স্মৃতিতে, বাতাসের সাথে, গন্ধে ও গাছে গাছে
রয়ে যায়,
(২৭-২৮ জুলাই, ২০২০)