আমি ঘরে যাব, গিয়া শুইয়া থাকব
কাউরে কিছু ক’ব না
আমি শুইয়া থাকব অসুস্থ মতন
বন্ধুরা নিবে খোঁজ
আসবে পাড়া পড়শীরা আমারে দেখতে
তাদের সাথে আসবে সেও
আর তারে দেখা মাত্র আমার অসুখ সাইরা যাবে
কোন ডাক্তর লাগবে না
কারণ একমাত্র সে’ই জানে আমার অসুখ কই
সে’ই আমার একমাত্র ব্যধিনাশকতা
{প্রাচীন মিশরিয় কবিতার উপর ভিত্তি করে}