আমা হইতেই

বড় মা, আপনে কি জানেন আমি কে?

কুরুক্ষেত্রে পড়ে থাকা প্রত্যেক শব আমি।

সহস্র সৈনিকের গায়ে বিদ্ধ সহস্র তীরের ক্ষত, আমার গায়েরই ক্ষত।

পিতামহের শরশয্যায় শায়িত ছিলাম আমি।

দূর্যোধনের ভেঙে যাওয়া জঙ্ঘা আমি।

দুঃশাসনের ফেটে যাওয়া বুকের ছাতি আমি।

যুদ্ধে যত তীর ছুটেছে, আপনার ও আমার পরিজনদের গায়ে লেগেছে, সবগুলাই আমি।

দ্রৌপদির শাড়ীর আঁচল ছিলাম আমি।

এবং আপনার চোখের বাঁধা এই পট্টি, আমিই।

(মহাভারত, ধর্মক্ষেত্র সিরিজের ডায়লগ থেকে।)

শেয়ার