আমরা বসেছিলাম, মরুভূমির বালুকারাশির উপরে
একটা পাখি উড়ে গেল
আমাদের একজন বলে উঠল পাখিটা কী সুন্দর!
আরেকজন জিজ্ঞেস করল, কেন তোমার তারে সুন্দর লাগল?
উত্তরে প্রথমজন, দেখো নাই তার ডানা কেমন, শাদা, শাদা রঙ আমার পছন্দ
আমাদের কথাবার্তার মাঝে গুরু এসে দাঁড়াইলেন
তিনি তার এক হাত বাড়াইয়া ধরলেন
আমরা দেখলাম ডানা ঝাপটাইয়া একটা পাখি আইসা বসল তার হাতে
রক্ত লাল তার গাত্রবর্ণ
যে বলছিল পাখিটা সুন্দর, গুরু তার দিকে তাকাইয়া বললেন, এই সেই পাখি, যারে তুমি উড়তে দেখছিলা
সে বলল, কিন্তু গুরু, আমি তো শাদা দেখছিলাম
গুরু বললেন, তুমি শাদা দেখো নাই, লালও দেখো নাই। কোনো রঙই দেখো নাই।
আমরা জিজ্ঞেস করি, তাহলে বিষয় কী গুরু? এইটা কি কোন রহস্যময় পাখি?
গুরু তার হাতে ফু দিয়া পাখিরে উড়াইয়া দেন। বলেন, রহস্য পাখিতে নয়। রহস্য তোমাদের মনে। তোমাদের কোন জিনিশ ভালো লাগলে বা খারাপ লাগলে, তোমরা জানো না কেন লাগছে। কিন্তু জিজ্ঞাস করা হইলে যুক্তি দাড় করাইয়া উত্তর তৈরি করো।
আমরা বলি, তাহলে এর মীমাংসা কী গুরু? আমরা কী বলব?
গুরু বললেন, কিছুই বলবা না। ভালো লাগছে, সেটাই, কেন লাগছে, জানি না। সত্য হইল ভালো লাগছে বা লাগে নাই, কেন লাগছে বা লাগে নাই হইল মিথ্যার টেরিটোরি। একবার মিথ্যার টেরিটোরিতে ঢুইকা গেলে পথ হারাইয়া ফেলবা।
মার্চ ১২, ২০২২
#গুরু বললেন