কেউ যেন হেসে দেয় উচ্চস্বরে

আমার কাছে আছে হাজারটা উৎকৃষ্ট মিথ্যা

এই প্রশ্নের উত্তরে:

আপনে আছেন কেমন?

আমার কাছে আছে হাজারটা উৎকৃষ্ট মিথ্যা

এই প্রশ্নের উত্তরেঃ

আল্লাহ কী?

যদি তুমি মনে করে থাকো সত্য বাক্যরাজি থেকে

জানা যায়,

যদি তুমি ভেবে থাকো সূর্য ও চন্দ্র

সেই ক্ষুদ্র গহ্বর যার নাম মুখ, তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে

হায়! কেউ যেন হেসে দেয় উচ্চস্বরে!

উন্মাদের মত হাসি, এখনই, হাসতে থাকে যেন সে!

[ হাফিজের কবিতা ইংরেজি থেকে অনুবাদ। ইংরেজি অনুবাদ ড্যানিয়েল ল্যাডিন্সকি।]

শেয়ার