মরণ

মরণ তো এমনি হবে

যেন সবে ভুলে যায় মরণের পরে

এইখানে কেউ ছিল, মানুষ মতন

হাত পা ছুঁড়ে গান কবিতা তর্ক

গালাগালি গলাগলি সংসার ও সন্ন্যাস

সব শেষ করে দিয়ে

বা অসমাপ্ত রেখে

চলে গেল

কেউ বলবে না বড় ভালো লোক ছিল

কারণ কেউ জানবেই না

ভুলে যাবে সবে

মরণ তো এমনি হবে

পড়ে থাকবে হাড় কঙ্কাল

কোন এক ডোবায় বা মাটিরো তলে

নিঃশব্দে

দেবতারাও ভুলে যাবে

খোঁজ পাবে না কেউ

মরণ তো এমনি হবে

শেয়ার