ওদের বেহেশত দাও

সূফী কবিতা। লেখক তুর্কিশ সূফী কবি ইউনুস এম্রে। (১২৩৮-১৩২০ )।

ও মাবূদ, আমার অক্ষিদ্বয়ের অস্তিত্ব তোমারে দেখার জন্য

আমার হস্তদ্বয়ের বিদ্যমানতা তোমারে স্পর্শ করতে

আজ আমি আমার জীবন তোমার পথে ছেড়ে দিলাম

আগামীকাল আমি তোমারে খুঁজে পাব।

আজকে আমি আমার জীবন তোমার পথে ছেড়ে দিলাম

যাতে আগামীকাল হয়ত তুমি আমার মূল্য বুঝতে পারবে;

আমার বিশ্বাসের জন্য আমারে বেহেশত দিও না

ওইখানে যাওয়ার কোন টান আমার নাই।

যেই জায়গারে তুমি বেহেশত বলো

যেইখানে যাইতে প্রতিটা বিশ্বাসীর চেষ্টা নিরন্তর

জ্ঞানীর কাছে ওইটা সুন্দরী রমণীসংকুল এক গৃহ বিশেষ

ওদের আলিঙ্গনের কোন ইচ্ছা আমার নাই।

তুমি দিয়াছ আমারে এক পুত্র এক কন্যা

তারা আমারে দিয়াছে জগতের সর্ব সুখ

তথাপি তাদের প্রতিও আমার কোন মায়া আর নাই

আমার সকল টান কেবলই তোমার জন্য মাবূদ।

ওইগুলা সব দেও গোঁড়া বিশ্বাসীদের

তারাই তোমার কাছ থেকে সুবিধাদী চায়

আমার গৃহ সম্পত্তির আকাঙ্ক্ষা নাই

কেবলই তোমারে চাই

ইউনুস তোমার না পাইয়া কাতর প্রভু

দেখা দাও, বুঝাও তুমিও তার অভাব বোধ করো

পীড়ন তোমার কাজের ধরণ যদি না হয়

দয়া দেখাও, যাতে সে তোমারে ধরতে পারে।

English version by Jennifer Ferraro & Latif Bolat

শেয়ার